নিজস্ব প্রতিবেদক
৩০.৪.২৫ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ আহম্মেদ রায়হান শরিফ, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল সরকারী কলেজের প্রদর্শক আমিনুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক দুরুল হোদা, আনসার ভিডিপির প্রশিক্ষক গোলাম সাকলাইন প্রমূখ। আলোচনাসভায় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সিসি ক্যামেরা স্থাপন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ, ফটোস্ট্যাট এর দাকান বন্ধ, রাস্তার পাশে ইমারত নির্মানের সামগ্রী অপসারন, নাচোল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রন, উপজেলা টু বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্মানাধীন ড্রেন দ্রুত নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।