মোঃফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি :-
খুলনার কয়রার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার সংলগ্ন স মিল থেকে পল্লী বিদ্যুতের কাঠের খুটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘুগরাকাটি গ্রামের মান্নান গাতিদার এর ছেলে ইলেকট্রিশিয়ান মাজারুল ইসলাম মাঝা তার বাড়ী থেকে খুঁটি গুলো ছোট ছোট টুকরো করে চেরাই এর উদ্যেশে ভ্যান যোগে সমিলে নিয়ে আসে। ভ্যান চালক সমিলটি বন্ধ থাকায় খুঁটি গুলো মিলের সামনে রাখেন। এব্যাপারে মাজারুল ইসলাম মাঝার কাছে জানতে চাইলে তিনি জানান, এই খুঁটি গুলো চারটি করে চিরাই করার জন্য স মিলে আমি পাঠিয়েছি সেটা কাজে লাগাব । পল্লী বিদ্যুতের কোন কমকর্তার অনুমতি নিয়েছেন কিনা জানাতে চাইলে তিনি জানান অফিস থেকে ইন্জিনিয়ার ও জামাল এটা পাঠিয়েছে। জামালের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন না এটা আমি পাঠাইনি। এ ব্যাপারে কয়রা উপজেলা পল্লী বিদ্যুতের ডি জি এম কায়সার রেজার কাছে জানতে চাইলে তিনি জানান আমি অসুস্থ ছুটিতে আছি এ ব্যাপারে আমি অবগত নই বিযয়টি তদন্ত করার জন্য এজিএম ইলিয়াস পাটোয়ারি কে বলেছি তিনি ঘটনাটি দেখবেন। বিকাল ৫টায় তিনি ঘটনা স্থল থেকে এই খুঁটি গুলো জব্দ করে নিয়ে যান এবং আমাদের অনুমতি না নিয়ে এই খুটিগুলো নিয়ে এসেছেন কারা এবং ঘটনার সাথে জড়িত তদন্ত করে আমরা আইনের আশ্রয় নিব তাদের বিরুদ্ধে মামলা করা হবে।