রাজশাহী জেলা প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।
মোহনপুর উপজেলায় সইপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় রোড় এক্সিডেন্টে মোঃ হান্নান (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
জানা গেছে আজ ২১ এপ্রিল (সোমবার) সকাল ১০-০০ মিনিটে সইপাড়া মোড়ে একটি দ্রুতগামী বালু ভর্তি ট্রাক এসে সরাসরি আঘাত হানলে মোঃ হান্নান (৪৫) গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হান্নান এর পারিবার এর লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তার অতীয়সজনেরা থানায় এলে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। লাশটি পোস্টমর্টেম রিপোর্টের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। এদিকে জনতা বালুভর্তি ট্রাক টি আটক করলে, মোহনপুর থানা পুলিশ হেফাজতে নিয়ে যায়।