আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় দুই শতাধিক গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বেডোর নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদ। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী (ইউপিসি) তরিকুল ইসলামের সভাপতিত্বে ও এইউপিসি শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক, বেডোর আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা কামাল, আদমদীঘি শাখা ব্যবস্থাপক রাবু হোসেন, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, সানোয়ার হোসেন, এহসানুর রাব্বীর প্রমূখ।
নওগাঁ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার সুলতানা নেতৃত্বে একটি টিম সারাদিন দুই শতাধিক চক্ষু রোগীর পরীক্ষা-নিরীক্ষা করেন। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ১৬ জন রোগীকে চিহিৃত করা হয়।