মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধা।
চীনা বিনিয়োগে নির্মিতব্য ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় র্নিমাণের দাবিতে সংহিত সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ ।
আজ শনিবার সকালে গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ ছাত্রজনতার ব্যানারে এ সংহতি সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ,সিভিল সার্জন ডা রফিকুজ্জামান,জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক,গণমাধ্যমকর্মী রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তরা বলেন,উত্তর অঞ্চলে গাইবান্ধার জেলা ১৬৫ টি চরাঞ্চলের মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য বিগত আওয়ামী ফ্যাসীস্টবাদ সরকারের সময় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।তাই অবহেলিত এ জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য চীনা ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল টি গাইবান্ধায় স্থাপনের দাবি জানান।
এই প্রকল্প বাস্তবায়িত হলে গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলার জনগণ আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আসবে এবং একই সঙ্গে এ অঞ্চলে স্বাস্থ্যখাতে বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হব