পনির খন্দকার। স্টাফঃ রিপোটার।০১৭৭৪৭৭৭৭১২
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) সকালে কলেজ মাঠে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাানুরাগী ও সমাজ সেবক হাজী মো জাহাঙ্গীর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
জামালপুর কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মো. মোশারফ হোসেন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক লীমা খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান (বাবলু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান খান লাবলু, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, প্রিজম ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. খোন্দকার আনিসুর রহমান, বেস্ট ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও মো. সাখাওয়াত হোসেন খান, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েলসহ কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থীসহ স্থাণীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য এবং ডিসপ্লে উপভোগ করেন। পরিশেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।