বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলার সান্তাহার পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সান্তাহারপৌর শহরের কলেজ ঈদগাহ মাঠে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের আহবায়ক মানিক হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক পৌর মেয়র ফিরোজ মো : কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক এইচ এম মুক্তা, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গুড্ডু এহসান, পৌর বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক তুহিন ইসলাম পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, সৌরভ কর্মকার, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, পৌর যুবদলের নেতা সিদ্দিকুর রহমান তুফান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম কোয়েল, যুবদল নেতা রবিউল, শুভ, আশিক, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেনসহ ৭ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।