আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর ডিভিশনের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি নয় দিনের মহিলা সুরক্ষা নিশ্চিত করতে কর্মশালা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে পনের বছর বালিকা থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মহিলাদেরকে নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।এই অনুষ্ঠানে মহিলা বিষয়ক এবং মহিলা সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা আই পি এস। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের বিভিন্ন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কমিশনার এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এবং মহিলা সুরক্ষা নিয়ে বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। রাতের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বড় ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা আই পি এস।।