1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

পাটকল চালু করতে চায় সংসদীয় কমিটি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে

দেশের পাটখাতকে রক্ষার জন্য দেশি-বিদেশি অর্থায়নে পাটকলগুলো আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বন্ধ পাটকলগুলোকে চালু রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় সংসদীয় কমিটি। এজন্য সরকারের আয়ত্বে রেখেই দেশি বিদেশি অর্থ সংগ্রহ করার মাধ্যমে বন্ধ পাটকলগুলোর আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সচল রাখতে সরকার প্রধানকে অনুরোধ করার জন্য সুপারিশ করেছে কমিটি। এছাড়া রাষ্ট্রায়ত্ব পাটশিল্প তথা বিজেএমসিকে একটি কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পুনরুজ্জীবিত করতে মৌলিক সংস্কার কর্মসূচি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মুজিবুল হক। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার, মো. আনোয়ার হোসেনহেলাল বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বন্ধ ঘোষিত পাটকল শ্রকিমদের প্রতিনিধি এবং বিজিএমসির প্রতিনিধির উপস্থিত ছিলেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পাটকল শ্রমিকদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত