জামালপুর সদর উপজেলা নরন্দি বনন্দোরৌহা গ্রামে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এলাকা স্থানীয় ওলামায়ে কেরাম কুরআন উপরে হাদিস বর্ণনা পেশ করেন ৷ উক্ত মহাসম্মেলনে সভাপতিত্ব করেন জনাব হারুন অর রশিদ অবঃ অধ্যক্ষ সরকারি জাহেদা সফির মহিলা কলেজ জামালপুর ৩৬ তম ইসলামিক সম্মেলনে শুভ উদ্বোধন ঘোষণা করেন জামালপুর জেলার কৃতি সন্তান নরুন্দি বাসীর গৌরব আমাদের অহংকার জনাব রেজাউল মাসুদ (আলআমিন) অতিরিক্ত ডি আইজি পি আই ডি ঢাকা ৷ শুক্রবার (৩ জানুয়ারি) নরুন্দি বন্দোরৌহা চন্দ্রের চক কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে প্রধান বক্তা বক্তব্য তিনি আরও বলেন, মুমিনের সব সময় গুনাহমুক্ত জীবন হবে। গুনাহ থেকে মুক্ত অবস্থায় রমজানে প্রবেশ করতে হবে। এটাই রমজানের ইস্তেকবাল এবং প্রস্তুতি। পানাহার, পোশাক ও লেনদেন সব কিছু হালাল হওয়া রমজানের প্রস্তুতির অংশ।
বক্তব্য বক্তা বলেন, অনেকে হারাম থেকে বাঁচার চেষ্টা করেও পারে না, তাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো, কেউ যদি আল্লাহর ভয়ে চেষ্টা করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন, এবং তাকে অভাবনীয় স্থান থেকে রিজিক দান করবেন। মুমিন হিসেবে তার দায়িত্ব হলো হালালের পথে চলার জন্য চেষ্টা করা। এছাড়াও রমজানের প্রস্তুতি হিসেবে কোরআন তেলাওয়াত করা জামাতের সাথে পূর্ণ খতমের সাথে আদায় করা। এছাড়াও তার আলোচনায় রজব মাসের ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। রজব আরবি শব্দ যার অর্থ সম্মানিত। এই মাসকে আল্লাহ তায়ালা বিশেষ চারটি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন। এই সম্মানিত মাসগুলোতে আল্লাহ জুলুম এবং অন্যায় করতে নিষেধ করেছেন। জুলুম এবং অন্যায় তো সর্বাবস্থায় নিষেধ, তবুও এই সম্মানিত মাসে এর শাস্তি আরো বেড়ে যাবে। তাই সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি।তিনি বলেন, সাহাবায়ে কেরাম রজব মাস আসলেই রমজানের জন্য দোয়া করতেন এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন
কুরআনের আলোকে কথা বলেন ইসলামের পথে চলার আহ্বান করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুক এই কামনা করেন এবং পাড়া-প্রতিবেশী সকলের বিপদে পাশে থাকার আহ্বান জানান
‘বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কুরআনের শিক্ষা গ্রহণ, প্রচার ও বাস্তবায়ন। ঘরে-বাইরে, সংবিধানে, আইনসভায় এবং সর্বক্ষেত্রে কুরআনের শিক্ষার প্রয়োগ করতে হবে৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং আলহাজ্ব লুৎফুর রহমান চেয়ারম্যান ৬ নং নরুন্দি ইউনিয়ন পরিষদ আলহাজ্ব মনিরুজ্জামান বিপ্লব বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আকরামুজ্জামান এমডি ফাস্ট ফার্মাস ইন্ডাস্ট্রিস লিমিটেড সোনার বাংলা৷
আলামিন বিশিষ্ট ব্যবসায়ী ৷ স্থানীয় ব্যক্তিবর্গ এলাকা ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন ৷