আজ ২৬ ডিসেম্বর,২০২৪ রোজঃ বৃহস্পতিবার বিকাল-৪টায় নগরীর বহদ্দারহাট কাশবন রেস্তোরায় লোহাগাড়ার পুলিশ কন্সটেবল মাঈনুদ্দীন ও নুরুল আমিনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় ভূক্তাভোগী নুরুল আমিন ও তার পরিবারবর্গ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
উক্ত সংবাদ সংবাদ সম্মেলনে মোহাম্মাদ নুরুল আমিনের পক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম সামনে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে আরাফাত হোসেন বলেন,তাঁর পিতাঃ মোঃ নুরুল আমিন পিতা- আবদুস সালাম, মাতা- তফুরা খাতুন, সাং- আধুনগর, রশিদের ঘোনা, আদর্শ পাড়া, নুরুল আমিনের বাড়ী, ৪নং ওয়ার্ড, ০৯নং আদু নগর ইউনিয়ন। পরিষদ, থানা- লোহাগাড়া, চট্টগ্রাম বলে তিনি জানান।
আরাফার হোসেন আরোও বলেন, ভূক্তাভোগী মোঃ নুরুল আমিন ও তার ছেলে পুলিশ সদস্য মাঈনুদ্দীন পরিবারের সন্রাসী ও ভূমিদস্যুরা অত্যাচার, জুলুম নির্যাতন করে আসছে পার্শ্ববতী এলাকার (১)জহির আহমদ ভূট্র(৩৮) পিতাঃ মৃত সুলতান আহামদ (২)দেলোয়ার হোসেন(৪৫) পিতাঃ মৃত গোলাম কাদের বাস্তু (৩) সিরাজুল ইসলাম(৫৮) ৪.মোঃ ইসলাম (৬২) ৫.মোঃ ইদ্রিছ(৫৩) সকলেই মৃত সুলতান আহমদ সর্ব সাং আধুনগর,রশিদ ঘোনা,আদর্শ পাড়া,০৪নং ওয়ার্ড ০৩ নং ইউপি থানা লোহাগাড়া,চট্টগ্রাম বলে ভূক্তাভোগী নুরুল আমিনের ছেলে আরাফার হোসেন লিখিত বক্তব্য উল্লেখ করেন।
ভূক্তাভোগী মোঃ নুরুল আমিনের ছেলে মাঈনুদ্দীন একজন সরকারী বেতন ভূক্ত পুলিশ কনস্টেবল। পেশাগত কারনে বাড়ীতে থাকে না, বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকেন, ভূমিদস্যুরা নুরুল আমিনের মৌশলী ও পৈত্তিক সম্পত্তি জবর দখল করার চেষ্টা করিলে এক অসহায় বৃদ্ধ নুরুল আমিন প্রতিবাদ করায় হামলা, হামলা,নির্যাতন করে জানমালে নিরাপত্তার চেয়ে লোহাগাড়া থানায় গত ১৩/১২/২০২৪ তারিখ হাজির হয়ে উপরোক্ত ৫ জনকে বিবাদী করে বাদী নুরুল আমিন সাধারণ ডায়েরী করেন, ডায়েরী নং-৬৩/২৪ ।
সন্রাসীদের বিরুদ্ধে লেহাগাড়া থানায় ডায়েরী করার কারনে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা আরোও বেপোয়ার হয়ে উঠে। ভূক্তাভোগী নুরুল আমিন জানান, তাহার ছেলে পুলিশ সদস্য মাঈনুদ্দীন একজন সরকারী কর্মচারী তার বিরুদ্ধে মিথ্য বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় আমি ও আমার পরিবার সহ সাংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ ও জাতির সামনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনের উপস্হিত আমার লিখিত বক্তব্য রের্কড করেন। আমি ও আমার পরিবারের বিরুদ্ধে একটি স্বার্থনি- শি মহল পারিবারিক ঐতিহ্য সুনাম নষ্ট করার উদ্দ্যেশ্যে আমি ও আমার পরিবারের পুলিশ কনস্টেবল মাঈনুদ্দীনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় সংবাদ প্রকাশিত করার প্রতিবাদে আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের হাজির হয়ে আমার বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি। আমার বাস্তব সত্য বক্তব্য আপনাদের গণমাধ্যমে প্রকাশ আমি অনুরোধ করছি।
আপনাদের সামনে আমার সত্য ঘটনা বিস্তারিত বর্ণনা করিতেছি, আমার পার্শ্ববর্তী এলাকার লোকজন পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টায় দীর্ঘদিন পর্যন্ত লিপ্ত। উপরোক্ত জায়গা দখল করতে আসিলে আমি প্রতিবাদ করায় আমাকে মারধরসহ বিভিন্ন রকমের হুমকি ধমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবারবর্গ দীর্ঘদিন যাবত নিরাপত্তা হিনতায় ভুগতেছি। এই বিষয়ে আমি স্থানে গণমান্য ব্যাক্তিবর্গের ধারে ধারে ঘুরে আপোষ মিমাংসার চেষ্টা করি। তারপর আমার প্রতিপক্ষরা বিষয়টি কর্ণপাত করেননি। আমি বিগত ০৮/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় বিবাদীগণ লোহাগাড়া থানাধীন আদুনগর ইউপি ৪নং ওয়ার্ড, আদর্শ পাড়া, আমার বশত বাড়ীর পিছনে নিম্ন তপশীলোক্ত সম্পত্তিতে মুরগীর ফার্ম ভেঙ্গে চুরে তিন লক্ষ টাকা ক্ষতি সাধন করে। এইসব বেআইনী কাজের প্রতিবাদ করায় বিবাদীগণ আমাকে ও আমার পরিবার পক্ষকে মারধর ও গালিগালাজ করেন। এমনকি প্রকাশ্য হুমকি দেয় জানে মারিয়া ফেলিবে। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবে বলে হুমকি প্রদান করে। এইসব ঘটনার পরিপেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে উপরোক্ত নাম্বারে ডায়েরী নথিভূক্ত করি।
বিবাদীগণের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করায় আমি ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমার পরিবারের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। উপরোক্ত প্রকাশিত সংবাদ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিভিন্ন গণমাধ্যমের নাম: ১। দৈনিক খবরপত্র, ২। বাংলাদেশের খবর, ২। সময়ের কাগজ, ৩। গণমুক্তি, ৪। গণকণ্ঠ, ৫। দেশের কন্ঠ, ৬। যুগান্তর,
উপরোক্ত পত্রিকায় পুলিশ কন্সটেবল মাঈনুদ্দীন ও নুরুল আমিন সহ পরিবারবর্গের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক বটে। উপরোক্ত প্রকাশিত সংবাদ আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাহারের আমি জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমি ও আমার পরিবারের পুলিশ কন্সটেবল মাঈনুদ্দীন সরকারী চাকুরীতে অপূরণীয় ক্ষতি হবে। অবিলম্বে উপরোক্ত সংবাদ প্রত্যাহার করা না হলে। আমার ডায়েরীভুক্ত বিবাদীদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব বলে মোঃ নুরুল আমিন লিখিত বক্তব্য পাঠে সংবাদ সম্মেলন মাধ্যমে সাংবাদিকদের বলেন।