1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ঢাকার বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট স্থাপনের মধ্য দিয়ে এর অনেকটাই সমাধান হয়েছে।

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪ মর্নিং বিডি ডট নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ভাসমান মানুষ বা পথচারীদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন স্বাস্থ্যসম্মতভাবে মিটছে। কিন্তু গত ৫ আগস্টের পরে কয়েকটি স্থানে ওই টয়লেটগুলো ভেঙে ফেলা হয়। টয়লেট দখলেরও চেষ্টা চলছে। নাগরিকদের নিত্যদিনের ব্যবহার্য এমন স্থাপনা কেন ভেঙে ফেলা বা দখল করা হলো সেটি নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, করপোরেশন তার নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরুষ এবং নারীদের জন্য পর্যাপ্ত পৃথক পায়খানা ও প্রস্রাবখানা নির্মাণ এবং তা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবে। ২০২৩ সাল পর্যন্ত প্রাপ্ত হিসাবে, ঢাকায় মোট ১৩৩টি সচল পাবলিক টয়লেট রয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ৬৩ এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৭০টি। সিটি করপোরেশন মালিক হলেও এসব পাবলিক টয়লেটের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বেশ কিছু বেসরকারি সংস্থা বা এনজিও। রাজধানীতে ২৩টি পাবলিক টয়লেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বেসরকারি সংস্থা ওয়াটারএইড। রাজধানীরগুলোসহ সারা দেশে মোট ৩৪টি পাবলিক টয়লেট পরিচালনা করছে এই সংস্থাটি। যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২টি, দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৮টি এবং রাজশাহী সিটি করপোরেশন, ঈশ্বরদী ও পঞ্চগড় রেলওয়ে স্টেশনে যথাক্রমে ১টি করে টয়লেট রয়েছে তাদের নিয়ন্ত্রণে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত