1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

আর এস এস হল একটি ইঁদুরের মতো, তুলনা করলেন হেমন্ত সোরেন

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

আগামী মাসে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচন।তার আগেই বিজেপি নেতৃত্ব ঝাড়খণ্ড রাজ্যে থেকেই হেমন্ত সোরেন কে ক্ষমতাচ্যুত করার জন্য সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও বিজেপি অভিযোগ করছেন যে, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশ কারী মানুষজন ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা জেলার ভূমি দখল করে বসবাস করছেন।তারা ক্ষমতায় আসলে এদের কে খেদিয়ে বের করে দেওয়া হবে। সেই সঙ্গে কোনো অনুপ্রবেশ কারী বাংলাদেশের লোকজন কে ঝাড়খণ্ড রাজ্যে থাকতে দেওয়া হবে না। যেমন অসম রাজ্যে থেকেই বসবাস কারী বাংলাদেশের লোকজন কে খেদিয়ে বের করে দেন অসম রাজ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরমা। ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিরুদ্ধে বাংলাদেশের লোকজন কে সাহায্য ও সহযোগিতা করার জন্য সরাসরি আক্রমণ চালিয়েছে।অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরমা ও বিজেপি নেতা শেহজাদ পুনওয়ালা ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিরুদ্ধে বাংলাদেশের লোকজন কে সাহায্য ও সহযোগিতা করার জন্য দায়ী করেছেন।এর পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন যে আর এস এস হল ইঁদুরের মতো, তার দোসর হিসেবে রাজনৈতিক ফায়দা হাসিলের ময়দানে অবতীর্ণ হয়েছে বিজেপি। বিজেপি র চক্রান্ত কে প্রতিহত করার জন্য ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল ও হিন্দু জনগোষ্ঠীর মানুষ ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আদিবাসী মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে ঝাড়খণ্ড রাজ্যের কোন ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গোড়া বিজেপি কে ক্ষমতায় আসতে দেবেন না। তার জন্য সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস ও আর জে ডি সাথে জোট বেঁধে নির্বাচনে লড়াই করেছেন। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা র নির্বাচন এ প্রচারে আসছে।তারা বিজেপি কে ঝাড়খণ্ড রাজ্যে থেকেই উৎখাত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট