১১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদআজিজুল হকের নিকট নতুন এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসমা-উল- হুসনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, উপজেলা প্রকৌশলী উপজেলা (এলজিইডি) শামসুল হক, উপজেলা ইউডিএফ কর্মকর্তা রুপন কুমার বসাক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন