চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এশিয়ার বৃহৎ ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী আনন্দ র্যালি ও কেক কাটার মাধ্যমে উদযাপিত হয়েছে।
আজ বিকালে কলেজ ক্যাম্পাসে শত শত শিক্ষার্থীদের অবস্থিতে আনন্দ র্যালি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আরফাতুল ইসলাম সুমন, সাকিবুল ইসলাম, মিনহাজুর রহমান ইমন, মো: তারেক, আহম্মেদ ইমতিয়াজ, মো আরফাত, মেহেদি হাসান মিনহাজ, মাসুদ নূর মুনতাসির, জাহেদুল ইসলাম জায়েদ, আজাদ হোসেন, ইমানুল হক ইমন, মাহিন, নাসিম, নোমান সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্লাটিনাম জয়ন্তী নিয়ে জনতে চাইলে নেতৃবৃন্দরা বলেন আজ থেকে ৭৫ বছর আগে ২৩জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের সাধারণ মানুষ, উন্নয়ন এবং সমৃদ্ধে এগিয়ে যেতে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এদেশের শিক্ষাব্যবস্থা অনেক উন্নত করেছে।