1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

গোমস্তাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাকির হোসেন সনি, গোমস্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 
রবিবার ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) ব্যাপক উৎসব মুখর পরিবেশে পালন করা হয়। দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  রহনপুরের ঐতিহাসিক বেগম কাচারী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  নিরবতা পালন এবং দোয়ার মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের শুভ সূচনা করা হয়।এর আয়োজনে ছিলেন গোমস্তাপুর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে বেগম কাচারী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এই  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান এমপি।অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল,  রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী সমর্থক ।  
এদিকে রহনপুর কলোনি মোড়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস সহ  নেতাকর্মীবৃন্দ দলীয় কার্যালয়ে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ , জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া খায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত