পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে কলেজ পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুন) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে।
জানা গেছে, মৃত শাহিদা একই বামনপাড়া গ্রামের হারুনের মেয়ে। এবং সে হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ির কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড় সদর থানার ওসি প্রদিপ কুমার রায় জানান ওই ছাত্রীর বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।