হাম- রুবেনা টিকাদান ক্যাম্পেইন ২০২০ অাজ সকাল ৯ টায় শুভ উদ্ভোধন করা হয় খুলনা ১১ নং কাউন্সিল অডিটোরিয়ামে।
এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার অাব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পারভীন অাক্তার সংরক্ষিত মহিলা কাউন্সিলার- ৪, সভাপতিত্ব করেন মুন্সি আব্দুল ওয়াদুদ কাউন্সিলার -১১ এ সময়ে বক্তরা বলেন বাংলাদেশের নতুন প্রজম্ম আগামীর ভবিষ্যৎ অার এ প্রজম্মকে সুস্হ সবল হয়ে বড় হতে হবে যাতে কেহ হাম - রুবেনার অন্যান্য অসুখ না হয় সে ব্যাপারে বর্তমানের সরকারের স্বাস্থ্য বিভাগ সচেতন অার এসব প্রোগ্রামে খুলনা সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগ সব সময় সহযোগিতা করবে।
এবারে নগরীর ৩১টি ওয়ার্ডে এক লাখ ৭৫ হাজার দুইশত শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে এ টিকা দেওয়া হবে। এজন্য নগরীর ৩১টি ওয়ার্ডে ৩১টি স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া খুলনার নয়টি উপজেলার তিন লাখ ৩৩ হাজার আটশ ৭৫ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইন আগামী ২৪ জানুয়ারি-২০২১ পর্যন্ত চলবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত