বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) সকাল ১১ টায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর সভাপতিত্বে “মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনে সভাপতি মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। এ ছাড়াও তিনি চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কুমিল্লায় কর্মরত অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মতবিনিময় করেন। এই দিন তিনি নবনির্মিত বিবির বাজার ইমিগ্রেশন কমপ্লেক্স ও হাউজিং এস্টেট পুলিশ ফাঁড়ি’র শুভ উদ্বোধন করেন এবং একই দিনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে মহোদয়ের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনে সভাপতি মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়কে ফুলেল শুভেচছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি চট্রগ্রাম রেঞ্জ, খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা, চট্রগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ, কুমিল্লা জেলায় কর্মরত অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।