বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলার সান্তাহার পৌর শাখার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলাম তালুকদার লুদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা শওকত আলী শেখ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি এস এম জোবায়েয় হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেনসহ ৯ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।