বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর স্কুল প্রঙ্গনে ‘তারুণ্য প্রান্নাথপুর’ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আসলাম হোসেন, সহ সভাপতি লুৎফর মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, উপজেলা যুবদলের নেতা কারমান আলী মাস্টার, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, পল্টন থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সিজার আলী প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি মাহফুজুল হক টিকন পুরস্কার তুলে দেন।