1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

সংস্কৃতি শব্দটি সংস্কার থেকে গঠিত।

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

সংস্কৃতি শব্দটি সংস্কার থেকে গঠিত। অভিধানে তার অর্থ- কোন জিনিসের দোষ ক্রটি বা ময়লা-আবর্জনা দূর করে তাকে ঠিক ঠাক করে দেয়া। সংস্কৃতির মূল কথা নিজেকে সুন্দর করা, সভ্য করা । প্রেম ও সৌন্দর্য সংস্কৃতির মূল আশ্রয়।

ভাবছেন এসব বইয়ের কথা কপচাই কেন?
হুম একটু কারণ আছে আমার এই মোটা মাথায় কিছু এলোমেলো কথা উঁকি দিচ্ছে তাই আর কি।

আসলে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদের সংস্কৃতি।কিন্তু আজকাল আমরা বড্ড বেশি চুরি করতে বা ধার করতে শিখেছি।

অনুসরন করা ভালো। আমি এর বিরোধী নই।তো যখন সে কাজটা করব দক্ষতার সাথে করি।

আধা শিখে গাধা হয়ে শুধু বোঝাই বহন করায় আমার আপত্তি।

আমরা পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করছি আবার স্বীকার করতে লজ্জা পাচ্ছি।

জিন্স টপস পরা মেয়েটাকে নিয়ে রাত বিরেতে ঘুরতে ভীষন আনন্দ, থ্রিপিস পরা খ্যাতটাকে এড়িয়ে চলছি আবার বিয়ে করার জন্য বোরকা পরা মেয়েটা নির্বাচন করছি। যদি আপ টু ডেট পছন্দ নাই হবে তাহলে তাকে ঘুরার জন্যও প্রত্যাখ্যান করো।

কেউ যদি পাত্তা নাই দেয় তবে তো আর ঐ মেয়েটা ওসব করবে না।

আবার সিগারেট খেতে দেখে ছেলেদের হ্যান্ডসাম বলছি ভীষন ইয়াম্মী লাগে!বিয়ের সময় বাবার আদর্শ সবেধন নীলমনি খুঁজি।আরে তাহলে ঐ সিগারেটখোর যাবে কোথায়?

বিয়ের আগে মেলামেশা সম্পন্ন করছি তখন কোন ব্যাপার না! বাচ্চা কনসিভ করলে তা এ্যাবর্শন করতে বাধ্য হচ্ছি!বিদেশের মত হোটেলে যেতে পারছি প্রকাশটা পাশ্চাত্যের মত করতে পারছি না!

ছেলেমেয়ে আইটি দক্ষ হলে ভীষন আনন্দিত হই, আবার নেট চালায় দেখে তাকে তিরস্কার করছি।

পরকীয়ায় ভীষন আসক্তি আবার একজনকে ভালো না লাগলেও তার সাথে আজীবন সংসার করায় কৃতিত্ব দিচ্ছি। ভালো না লাগলে তাকে বৈধভাবে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করায় চরম সমালোচনা।

সমাজ সংসার প্রতিটি স্তরে আধুনিকতার হাওয়া বইছে আবার মনের মাঝে সবার বাঙালীপনা লুকিয়ে। আরে যদি নিজেরটা ঘষে মেজে চমৎকার রূপ দিতে পারো
তবে তাই দাও আর যদি না পারো তবে বিদেশীটা পুরো গ্রহণ করো।

মাঝপথে এসে হাবুডুবু খেয়ে আমাদের পরবর্তী প্রজন্ম কোনদিকে যাবে এটাই আতংক!

লেখক:জবা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত