বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সারা বাংলাদেশে চলছে শিক্ষকদের মানববন্ধন। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেন।
মানববন্ধনে শিক্ষকদের স্লোগান ছিল দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। মানববন্ধনে বক্তব্য রাখেন ফারুক হোসেন, আবদুস সোবহান, খালিদ বিন ওয়ালিদ, বদিউজ্জামান, আসাদুজ্জামান রূপম, হাসান-উজ-জামান, হাফিজুর রহমান, বাদশা আলম, মশিউর রহমান, ফখরুল ইসলাম প্রমুখ। আমির হোসেন, হাসান মিয়া প্রমুখের বক্তব্যে শিক্ষকরা বলেন, বিশ্বের অন্যান্য দেশে শিক্ষকরা সর্বোচ্চ বেতন-সম্মান পেলেও বাংলাদেশে আমরা বৈষম্যের শিকার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও একই যোগ্যতায় তৃতীয় শ্রেণিতে বেতন পাচ্ছেন। কিন্তু সমান যোগ্যতার অনেকেই দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এটি স্পষ্টতই একটি বড় বৈষম্য। আমরা বৈষম্যের শিকার, যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। শিক্ষকরা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে দশম গ্রেডে মানব উন্নয়ন কর্মশালা হিসেবে বাস্তবায়নের অনুরোধ জানান। মানববন্ধন শেষে শিক্ষকরা দশম শ্রেণির নিঃশর্ত দাবির স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকীর কাছে হস্তান্তর করেন।