শিক্ষক হচ্ছেন আলোর দিশারী
অনুপ্রেরণাদানকারী।
ব্যর্থতাকে ঘুচিয়ে দিতে
সহায়তা প্রদানকারী।
শিক্ষক হচ্ছেন সুপ্ত প্রতিভার
জাগ্রত কারিগর।
মনুষ্যত্বের বিকাশ উন্মোচনে
বদ্ধপরিকর।
প্রকৃত শিক্ষায় শিক্ষিত করাতে
পার্থিব জ্ঞান ছড়িয়ে দিতে;
উন্নত জীবনের স্বপ্ন দেখাতে
প্রত্যাশা করেন, জীবনভর।
শিক্ষক হচ্ছেন সবার শ্রেষ্ঠ
এ সমস্ত অবগত।
শিক্ষকের যেটা প্রাপ্য সম্মান
প্রত্যাশা অবিরত।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত