শিল্পী আক্তার রংপুর ব্যুরো
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানাগেছে। মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান।
এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মেকলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। এতে স্থানীয় সরকার বিভাগ থেকে আবু বকর সিদ্দীক চেয়ারম্যানকে ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং এ প্রসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে
রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত