রাজশাহী দুর্গাপুরের বরিদ বাসাইল গ্রাম দিয়ে চলে যাওয়া রাস্তায়একটি কালভার্টের মাঝখানে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। হা করে থাকা গর্তের চারপাশে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। এই গর্তই বিপদ হয়ে দেখা দিয়েছে যাত্রীদের চলাচলে। কিন্তু এটি মেরামতের উদ্যোগ নিচ্ছে না সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
সোমবার (৩১ মার্চ ২০২৫) কালভার্টের উপর দিয়ে চলাচলের সময় দেখা গেছে গর্তের কাছে হালকা ও ভারী যানবাহন এসে গতি কমিয়ে দেন চালকরা। এতে যানবাহনের সামনে ও পেছনের চাকা গর্তের মধ্যে পড়ে পুরো পরিবহন এক পাশে হেলে পড়ে। কখনো কখনো চালকরা অসাবধানতাবশত দ্রুতগতিতে গর্ত পার হলে প্রচণ্ড বেগে ঝাঁকুনিতে গাড়ী উল্টে যায়। এছাড়া, দ্রুতগতিতে চলতে থাকা মোটরসাইকেল চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যেতেও দেখা গেছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগেও গর্তটি ছোট ছিল। এখন এর আকার অনেক বড় হয়ে গেছে। এছাড়াও দিনের থেকে রাত্রিতে চলাচলের বেশি ঝুঁকিপূর্ণ।
এ ব্যাপারে রোডে চলাচলকারী চালকরা জানান, আমাদের দুর্গাপুর বাজারে নিয়মিত চলাফেরার জন্য একটি রাস্তায় ব্যবহার হয় । বিগত কয়েক মাস পূর্বে এটি ছোট গর্ত দেখেছিলাম। যত দিন যাচ্ছে গর্তটি বড় হচ্ছে। আমাদের মনে ভয় নিয়ে গাড়ী চালাতে হয়, যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ করে গর্তের মধ্যে পড়লে দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা চাই দ্রুত সময়ের ভিতরে রাস্তাটি সংস্কার করা হউক।