রাজশাহীর দুর্গাপুরে ৩ হাজার গরীব দুঃখী মানুষের মাঝে ১০ লক্ষ টাকার যাকাত আদায় করেছেন দানবীর রাজশাহী ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার।
৩০ মার্চ (রবিবার) ঝালুকা ইউপির মাহিন্দায় তার গ্রামের বাড়িতে এই বিশাল দানের আয়োজন করা হয়। সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিন্ম আয়ের মানুষের সারিবদ্ধ ভাবে তার বাড়িতে অবস্থান করেন। এসময় আব্দুস সাত্তার নিজ হাতে গরীব দুঃখী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। উক্ত যাকাত বিতরণ কর্মসূচীতে উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল,
বিএনপি নেতা জিল্লুর রহমান, এনতাজ আলী মেম্বার, হাতেম আলী, জালাল উদ্দীন,
যুব নেতা, সালাম, আলী, হাবিল, ছাত্র নেতা,পিন্টু কাজল, প্রমূখ নেতৃবৃন্দ-রা তাকে সার্বিক সহযোগিতা করেছেন।
হতদরিদ্র মর্জিনা বেগম জানান, জনদরদি আব্দুস সাত্তার প্রতিবছর আমাদের মত হাজারো অসহায় দরিদ্র মানুষদের যাকাত প্রদান করে আসছেন। তার কাছে আসলে কোন মানসিক খালি হাতে ফেরে-না। সারা বছর তিনি জনগণের কল্যাণে নিজ অর্থায়ন থেকে কাজ করে চলেছেন। মহান আল্লাহ তার নেক হায়াত বৃদ্ধি করুন এবং তার মতো যোগ্য ব্যক্তিকে আমাদের দুর্গাপুর এমপি হিসেবে মনোনীত করুন।
এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আব্দুল সাত্তার বলেন , ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে হতদরিদ্র মানুষের প্রাপ্ত হক যাকাত আদায় করেছি। আমি প্রতিবছর ব্যক্তি উদ্যোগে হাজারো মানুষের মাঝে ক্ষুদ্র সহযোগিতা নিয়ে হাজির হই। এছাড়া বছরজুড়ে মানুষের নানাবিধ সমস্যায় সাধ্যমত সহযোগিতা করে থাকি। মহান আল্লাহ আমার তৌফিক আরও বৃদ্ধি করলে সাধারণ জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ।