রাজশাহীর দুর্গাপুর পুকুর সম্পর্কিত বিরোধের জেরে জিল্লুর রহমান নামে কলেজ শিক্ষকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা এনিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
জিডি সুত্রে জানাযায়, উপজেলার ঝালুকা ইউপির বর্ধনপুর এলাকার বিবাদী মোঃ বেলাল উদ্দিন,মোঃ মতিউর রহমান, মোঃ উদ্দিন, মোঃ জাবেদ, পূর্ব শত্রুতার জের ধরে গত ০৯/০৩/২৫ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় পুকুর সংক্রান্তে বিষ আমাকে গালাগালি করে। আমি নিষেধ করিলে বিবাদীগণ আমাকে হত্যার হুমকি দেয় এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শণ করে।
ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, প্রতিপক্ষরা পেশী শক্তি ব্যবহার করে আমার পুকুর দখলের চেষ্টা করছে। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারী হয়েছে। তার সেটি অমান্য করার চেষ্টা করছে। আমার গালিগালাজ হত্যা ও ফাঁসানোর হুমকি দিচ্ছে।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, দুর্গাপুর থানায় জিডি দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।