1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

রাজপথ থেকে প্রান্তিক জনপদ- শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা।

মোঃ মাহতাব হাওলাদার, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপু-মহিপুরে ব্যপক সহিংসতার ঘটনা ঘটেছে। এরই মধ্যে বৈষম্যহীন সমাজ গড়তে দেশের ছাত্র সমাজ রাজ পথ থেকে মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় কুয়াকাটার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে ভারসাম্য বজায়, যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়সহ বাজার পরিচ্ছন্নতার কাজ শুরু করছেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত বেশ কয়েকজন সমন্বয়কদের প্রতিনিধিত্বে সংস্কার কাজ শুরু হয়েছে। এতে আপাত সাধারন মানুষের কিছুটা ভীত কেটেছে; ব্যবসায়ীদের ফিরেছে আশার সঞ্চার বলে জানান সর্বস্তরের মানুষরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন বাজার, রাস্তা, দোকানসহ নানা স্থান পরিষ্কার করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া সকলের অবগতির জন্য দিনজুরে করা হয় মাইকিং। খন্ড খন্ড টিমের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে তাদের এ কার্যক্রমে স্বস্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

শেখ হাসিনা পালানোর পর দেশ সংস্কারে নামে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকার রাজপথ থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সব জায়গায় তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সড়কে শৃঙ্খলা ফেরানো, ময়লা পরিষ্কার, যে কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঠেকানোসহ নানা সেবামূলক কাজ করছেন। তাদের এ কাজে সারাদেশের মতো পটুয়াখালীর বাসিন্দারাও খুশি।

ববি সমন্বয়ক খাইরুল ইসলাম সোহাগ বলেন, আমরা ইতোমধ্যে বাজার মনিটরিং এবং শহর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। সহিংসতায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পূণর্বাসনের ব্যবস্থা করা হবে। সকল স্টক হোল্ডারদের সাথে বসে আলোচনার মাধ্যমে একটি সুসৃঙ্গল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করাবো। দলমত নির্বিশেষে সকলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর। ইতোমধ্যো যেসকল সহিংসতা হয়েছে তার জন্য আমরা উদ্বীগ্ন। আগামীতে যদি কেউ কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কঠোর হস্তে দমন করবে।

আবুল বাসার নামের এক ব্যবসায়ী বলেন, আমরা কোনো প্রকার হানাহানি বা বিশৃঙ্খলা চাই না। আমরা ছাত্রদের এই দেশ গঠনের কাজকে ভুলবো না। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবসময় তাদের পাশে থাকতে চাই।

স্থানীয় বাসিন্দা মোঃ আলী হোসেন খান জানান, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজসহ অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশের এই ক্রান্তিলগ্নে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা মুগ্ধ হয়েছি। তবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি এভাবে দেশ গঠনে এগিয়ে আসে তাহলে আমাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা ফিরে পাবে। যেটা আপরা আশা করেছি। আমরা চাই যাতে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকে।

স্থানীয় শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান ঈসা, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষকরা।

এছাড়া শতাধিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন, ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম (ঢাবি), রাকিব হাসান, ববি সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ, রাবি সমন্বয়ক মো. ইমরান হোসেন, মোঃ রাব্বি, সাত কলেজ সমন্বয়ক জোবায়ের ইসলাম তালহা, তিতুমীর কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মহিমসহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থীদের অনেকে। শিক্ষার্থীরা দিনব্যাপী পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় মানুষকে নিরাপদে রাখা এবং পরিষ্কার থাকারও প্রতিশ্রুতি দেন।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান জানান, দেশে ছাত্র অভ্যুত্থান পর দেশের সকল স্তর এখন স্তব্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় দেশ অরক্ষিত। সেখানে আমাদের সচেতন নাগরিক হিসেবে অনেক দায়ীত্ব কর্ত্যব্য রয়েছে। সেই দ্বায়বদ্ধতা থেকে আমাদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে কল্যানমুলক কাজ কশুরু করেছি। যাদের অন্যতম ভূমিকায় রয়েছে আমাদের এলাকার কৃতি সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করা। তিনি উল্লেখ করে বলেন, বর্তমানে নৈরাজ্য রোধ সহ সকল স্তরের মানুষ যাতে ভালো থাকে সেই লক্ষ্যে আমাদের কাজ করা। জনসাধরনের প্রতি আমাদের আহ্ববান- যেন সন্ত্রাস নৈরাজ্য থেকে বেড়িয়ে এসে শিক্ষার্থীরা যে সুন্দর এবং উন্নত বাংলাদেশ, তথা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের অভিপ্রায় নিয়ে যে অভ্যুত্থান করেছে তাদেরকে আমরা পাশে থেকে যেন সহযোগীতা করতে পারি। সেই লক্ষ্যে পৌছানোর জন্য যেভাবে ছাত্রদের সাথে আমরা রাজপথে মিলিত হয়েছি, দেশ গঠনে ঠিক সেইভাবে যেন অংশীদার হতে পারি। সকলের প্রতি আমাদের সেই আহ্ববান। তিনি আরো বলেন, যেসক্ল জায়গায় লূন্ঠন, ভাংচুর, ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ, নির্জাতন-নিপীড়ন, সেসবের গতিরোধ করার জন্য এবং সাধারন মানুষের পরিবেশ উপযোগী বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি বলে জানান এই অধ্যক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত