চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ এপ্রিল) বিকেলে রহনপুর ইউনিয়নের রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সেক্রেটারি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডঃমিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির ইমামুল হুদা, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, রহনপুর ইউনিয়নের সাবেক আমির শামসুজ্জোহা , রাধানগর ইউনিয়নের আমির আলহাজ্ব আলাউদ্দিন , রাধানগর ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন,সহ ইউনিয়নের নেতা কর্মীরা।