কোটা সংস্কার আন্দোলনকারী রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে শহীদ আবু সাঈদ এর শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন রংপুর মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ।
পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদ এর বাড়িতে এসময় উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটি'র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপি'র আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি'র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মহানগর বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি'র সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত