1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:২১ অপরাহ্ন

রংপুরে নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ভিডিপি দিবস

শিল্পী আক্তার রংপুর ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

শুভেচ্ছা র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে রংপুরে ভিডিপি দিবস পালিত হয়েছে । গতকাল রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় রংপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র সাতমাথা মাহিগন্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জনাব রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্কেল আডজুট্যান্ট রাসেল মিয়া । আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন উপজেলার আনসার কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক গন।

জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ভিডিপি সদস্য ও দলনেতা দলনেত্রীদের মাধ্যমে কেক কাটা ও ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় রংপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান মনির ভিডিপি সদস্যদের উদ্দেশে দেশের চলমান পরিস্থিতির ও আইন শৃঙ্খলার উপর দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলাম ভিডিপি দিবস উপলক্ষ্যে রংপুর জেলার সকল ভিডিপি সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ভিডিপি সদস্যদেরকে রংপুর জেলার গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে আরোও কার্যকরী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

পরে তিনি দক্ষ সেচ্ছাসেবক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত