রংপুর শহরের পৌর বাজার এলাকা থেকে এক যুবককে অপহরণ, মুক্তিপণ আদায় এবং যৌন নির্যাতনের ঘটনায় চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত ৩ মার্চ রাতে, স্থানীয় কিশোর গ্যাং ও দুর্বৃত্তদের একটি দল—মোঃ শুভ (১৮), মোঃ নাইম (১৯), মোঃ জিহাদ (১৮) ও মোঃ কাদের (১৮)—রংপুর পৌর বাজার এলাকা থেকে মোঃ **** (২৫) নামের এক যুবককে অপহরণ করে। অপহরণের পর, তারা ভুক্তভোগীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়, তার মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে।
অপহরণকারীরা ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে এবং বিকাশের মাধ্যমে ২৫,৫০০ টাকা আদায় করতে সক্ষম হয়। পুরো মুক্তিপণ না পাওয়ায়, মোঃ নাইম ও মোঃ জিহাদ ভুক্তভোগীকে যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। তারা হুমকি দেয় যে, বাকি টাকা না দিলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। পরে, নির্যাতনের পর তারা ভুক্তভোগীকে ছেড়ে দেয়।
ভুক্তভোগী মুক্তি পেয়ে দ্রুত স্থানীয় থানায় ও সেনা ক্যাম্পে ঘটনার প্রতিবেদন করেন। এর প্রেক্ষিতে, ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী "কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন" পরিচালনা করে। অভিযানে রংপুরের সুইপার কলোনি এলাকা থেকে চার অপহরণকারীকে একে একে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে, গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত