খাঁনজাহান আলী থানার এস আই আনোয়ার হোসেনের পুত্র সোহাগ (২৪) নতুন মটর সাইকেল না কিনে দেওয়ায় অভিমান করে আড়ংঘাটা তেলিগাতি পাকার মাথায় ভাড়া ভাড়ির নিজ কক্ষে ববর্ষের প্রথম রাতে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে ।