মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের প্রচার-প্রচারণায় বাধা ও এক নারী কর্মীর মুখের নেকাব খুলে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী সমর্থিত প্রার্থী মো: শরিফুল ইসলাম। রবিবার দুপুর ১২ টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরসভার ২ নম্বর ওয়াডের্র আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম অভিযোগ করেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী আঃ জলিল শিকদার শনিবার সকাল ১০ দিকে শহরের কলেজ রোড এলাকায় তার নির্বাচনী প্রচার করার সময় এক নারী কর্মীর মুখের নেকাব খুলে ফেলে শ্লীলতাহানীর চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম দাবী করেন, কাউন্সিলর প্রার্থী আঃ জলিল তার বৈধ অস্ত্র ব্যবহার করে নিরিহ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।
তবে এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আঃ জলিল শিকদার দাবী করে বলেন, তাকে নির্বাচনী মাঠ থেকে সরাতে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম ও তার পরিবার চক্রান্ত করে মিথ্যা অভিযোগ সাজিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করে আরো বলেন, প্রতিনিয়ত তার কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে তিনি মোংলা থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত