মিঠাপুকুরে “দৈনিক যায়যায়কাল” পত্রিকার সাংবাদিক, ও অনলাইন পত্রিকা দৈনিক মর্নিং পোস্টের সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের উপর গতকাল(৩/৪/২৫ইং) রাতে কিছু দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালিয়েছে বলে। এ ঘটনায় গতকাল রাতেই তিনি তার নিজ ফেসবুক আইডি থেকে গোপন ক্যামেরায় ধারনকৃত হামলার ঘটনার ভিডিও সম্বলিত একটি প্রতিবাদ পোস্টও করেছেন।
সেখানে তিনি বলেন – অন্যায়ের বিরুদ্ধে লেখায়, গত (৩/৪/২৫ইং) রাত দশটার সময় আমি পাড়ার দোকানে বসে থাকলে রঞ্জু, নুরহোসেন, ও নুর হোসেনের পিতা মতিয়ার রহমান,তারা আমার উপর হামলা করে। তারা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয়। এমনকি, আমাকে তারা ইয়াবা দিয়ে ফাঁসাবে। আমি যদি আইনের আশ্রয় নেই, তাহলে আমার বউকে নাক ফুল খুলে, কাফনের কাপড় কিনে রাখতে বলে রঞ্জু আহমেদ। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়ি থেকে বের হতে পারছি না। তাদের কিশোর গ্যাংদের সদস্যদের বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। সমাজে চুরি মাদকাসক্ত এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় আজ আমার অপরাধ!
পরবর্তীতে দুষ্কৃতকারীদের অনবরত হুমকি ধামকিতে তিনি নিজ বাড়ি থেকে বের হতে পারছিলেন না। এমতাবস্থায় তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় মিঠাপুকুর থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানাজায বিবাদী ১। মোঃ নুর হোসেন (২৬), পিতা-মতিয়ার রহমান, ২। মোঃ রঞ্জু মিয়া (৩১), পিতা-মৃত ওবেদ আলী, ৩। মোঃ মতিয়ার রহমান (৪৫), পিতা-অজ্ঞাত, ৪। মোঃ শিফাত (২৪), পিতা-মোঃ সজিদুল ইসলাম, সকলের সাং-অভিরামপুর, ০৭নং লতিবপুর ইউনিয়ন, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরগন এলাকার চোর ও মাদক সেবনকারী। সাংবাদিক রাশেদুল বিবাদীদের অন্যায়মুলক কর্মকান্ডের প্রতিবাদ করায় উল্লেখিত বিবাদীরা ঘটনার রাতে বিগত ০৩/০৪/২০২৫ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় মিঠাপুকুর থানাধীন ৭নং লতিবপুর ইউনিয়নের অন্তর্গত অভিরামপুর মৌজাস্থ পেটলির মোড় নামক স্থানে জনৈক মোঃ মশিউর রহমান এর চায়ের দোকানে সামনে তাকে একা দেখিতে পাইয়া অপরাপর বিবাদীরা পরস্পরের যোগসাজশে উক্ত ঘটনাস্থলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তিনি বিবাদীদের কে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীরা তাহার উপর ক্ষিপ্ত হইয়া এলোপাথারীভাবে কিল ঘুষি, চর থাপ্পর, ধাক্কা ধাক্কি করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা ব্যাথা যুক্ত জখম করিয়া আহত করে। সেই মুহুর্তে তিনি ডাক চিৎকার করিতে থাকিলে ডাক চিৎকার শুনতে পেয়ে উক্ত অভিযোগপত্রে বর্নিত সাক্ষী ১। মোঃ মশিউর রহমান (৪০), পিতা-মোঃ হবিয়ার রহমান, ২। মোঃ হাফিজুল ইসলাম (৩৮), পিতা-মৃত মতিন মিয়া, ৩। মোঃ মোস্তাফিজার রহমান (৩৭), পিতা-মোঃ ইছাহাক, সর্ব সাং-অভিরামপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর সহ স্থানীয় আরও অনেকে আগাইয়া আসিয়া তাহাকে প্রাণে রক্ষা করেন। বিবাদীরা প্রায় সময় তাহাকে ও তাহার স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করিতে থাকে।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় যোগাযোগ করলে ডিউটিরত ডিউটি অফিসার বলেন এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি, ওসি মহোদয়ের সাথে কথা বলে এর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।