বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে
মানিক হোসেন সভাপতি, রুবেল হোসেন সিনিয়র সহ- সভাপতি, সাব্বির হোসেন লিয়ন সাধারণ সম্পাদক, মাহফুজুল রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাগর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার রাতে পাঁচ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলার সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বলেন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।