গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান আজ ১১/০৪/২০২৫ তারিখে বন্দর নগরী চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া কালামিয়া বাজারের পশ্চিম পাশে ইসাহাকের পুল, চাক্তাই ডাইভারশন খালের অপর অংশ বির্জা খাল, পশ্চিম বাকলিয়া এক্সেস রোড এর দক্ষিণ পাশে ইকবাল খালের কাজ, সাবেরিয়া পশ্চিম পাশে খালের কাজ যা সিডিএ কর্তৃক চলমান, বাদুরতলা জঙ্গি শাহ মাজার সংগ্রহ খালের কাজ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে মাননীয় উপদেষ্টা প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের সামগ্রিক দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলে রাখাকে চিহ্নিত করা হয়।
মাননীয় উপদেষ্টা মহোদয়ের উক্ত প্রকল্পসমূহ পরিদর্শনেকালে তাঁর সাথে চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফরিদা খানম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) জনাব শারমিন জাহান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।