পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক ক্যাম্পেইন ও শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিডিপি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে সংস্থার আইডিভুক্ত এক হাজার শিশু পরিবারের মাঝে এক পিস নারিকেল চারা ও এক পিস আমড়া গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের উপকারিতা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বর্তমান বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিশু ও তাদের পরিবার।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত