বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে ছাত্র-জনতার ওপর পুলিশের যেসব আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, সেসব অস্ত্রে কী ধরনের গুলি করা হয়েছে, তার ব্যালিস্টিক রিপোর্ট চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে এসব অস্ত্র কারা ব্যবহার করেছেন, তাঁদেরও নামের তালিকাও চাওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) আট মহানগর পুলিশকে এই চিঠি দিয়েছে তদন্ত সংস্থা। চিঠিতে তদন্ত সংস্থা আন্দোলনের সময় দায়িত্ব পালন করা সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পর্যন্ত পদমর্যাদার সদস্যদের তালিকা চেয়েছে। তদন্ত সংস্থা বলেছে, গণহত্যার অভিযোগের সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে এসব কর্মকর্তার তথ্য পাওয়া জরুরি। ৯ অক্টোবর তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল হকের সই করা চিঠিটি আট মহানগর পুলিশে পাঠানো হয়। এর আগে ৬ অক্টোবর তদন্ত সংস্থা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করা কর্মকর্তাসহ অপারেশন বিভাগের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত