1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ১৯ জুলাই পুলিশের স্নাইপারের গুলিতে আহত হন কাজী মো. জাবের হোসেন।

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ১৯ জুলাই পুলিশের স্নাইপারের গুলিতে আহত হন কাজী মো. জাবের হোসেন। দীর্ঘ একমাস হাসপাতালে থাকার পর গত ১৯ আগস্ট তার গুলিবিদ্ধ পায়ের অপারেশন হয়। ২৫ আগস্ট বাড়িতে ফেরেন। বাড়ি আসার পর থেকে অসহ্য যন্ত্রণায় বিছানাতেই তার দিন কাঁটছে। চিকিৎসক বলছেন, হাঁটতে। কিন্তু জাবের পায়ের ব্যালেন্স আনতে পারছেন না। এক মাস পরপর ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে হবে। চিকিৎসক বলছেন, গুলিবিদ্ধ পায়ের চিকিৎসায় ছয় মাস অথবা এক বছর সময় লাগতে পারে। তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক এবং নিজে বেকার থাকায় প্রতি মাসে ঢাকায় গিয়ে চিকিৎসা ব্যয় নিয়ে তাকে দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে। কাজী মো. জাবের হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর পশ্চিম পাড়া। তার বাবা আবুল কাশেম স্থানীয় জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। জাবের ঢাকায় তিব্বত কোম্পানির একজন সেলসম্যান হিসেবে চাকরি করতেন। আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করে জাবের বলেন, ১৯ জুলাই বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া ও কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশাল মিছিলের সামনের সারিতে যোগ দেন তিনি। সে সময় বিভিন্ন ভবন ও সড়কের আড়াল থেকে গুলি ছোড়া হয়। কিন্তু ঠিক কোনো দিক থেকে গুলি আসে বলা যায় না। হঠাৎ করে গুলি আসে একজন করে আহত হন। আমার চোখের সামনে তিনজন গুলিবিদ্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত