বিসিবিকে ‘চোখ’ খোলার আহ্বান জানানোর পাশাপাশি অন্য দেশের পরিকল্পনা কপি-পেস্ট বন্ধ করার পরামর্শও দিয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। গত সোমবার অনুষ্ঠিত হয়েছে আসরটির প্লেয়ার্স ড্রাফট। ধরে রাখা ও সরাসরি চুক্তির পর ড্রাফট থেকে ক্রিকেটার কিনে দল সাজিয়েছে সাত ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সরকার বদলের পর বর্তমান পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের মতে, টি-টোয়েন্টি এই আসর আয়োজন করার বদলে ক্রিকেটের সত্যিকার উন্নয়ন নিয়ে কাজ করা উচিত বর্তমান বোর্ডের। বিপিএলে হওয়া দুর্নীতির কথা তুলে ধরে বুলবুল প্রশ্ন রেখেছেন, এই টুর্নামেন্টের গত আসরগুলো থেকে বাংলাদেশের অর্জন কী। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে ক্রিকেটের উন্নয়নে বোর্ডকে পরামর্শও দিয়েছেন তিনি। বর্তমান বোর্ডে আসার আলোচনা থাকলেও বুলবুলকে এখনও কোনো ভূমিকায় দেখা যায়নি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত সাবেক এই ব্যাটসম্যান তার পোস্টে লিখেছেন, ‘বিপিএল কেন? বিপিএল এখন আমাদের ক্রিকেটের জন্য প্রয়োজনীয় নয়, এটা আমাদের অগ্রাধিকার নয়। কেন আমরা অন্য দেশের পরিকল্পনা কপি এবং পেস্ট করি?’ ‘আমরা তো ক্রিকেটের উন্নয়ন চাই, দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফর্ম করতে চাই। কিন্তু শেষ ১০টি বিপিএল থেকে আমরা আসলে কী অর্জন করেছি? ১০৬ কোটি টাকারে হিসাব নেই (যমুনা টিভির সংবাদ অনুযায়ী)! এতো বড় অঙ্কের টাকা কোথায় গেল?’ লিখেছেন তিনি। বোর্ডকে কয়েকটি পরামর্শ দিয়ে পোস্টের পরের অংশে বুলবুল লিখেছেন, ‘দয়া করে প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও আকর্ষণীয় করুন, ক্রিকেটের সামগ্রিক মান উন্নত করুন। একটা জিনিস মাথায় রাখুন, একজন টেস্ট খেলোয়াড় সব ফরম্যাটে খেলতে পারে, কিন্তু শুধুমাত্র একজন টি-টোয়েন্টি খেলোয়াড় আর কোনো ফরম্যাটে নিজের দক্ষতা প্রমাণ করতে পারে না।’
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত