1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

বিশ্ব*নবী হজ*রত মুহা*ম্মদ*কে (সা.) নিয়ে ভার**তীয় পু*রো*হিতের ক*টূ*ক্তি ও ধ*র্মীয় অনু*ভূতি*তে আঘাত এবং তাতে বি*জে*পি নেতার সমর্থনের প্রতিবাদে

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

বিশ্ব*নবী হজ*রত মুহা*ম্মদ*কে (সা.) নিয়ে ভার**তীয় পু*রো*হিতের ক*টূ*ক্তি ও ধ*র্মীয় অনু*ভূতি*তে আঘাত এবং তাতে বি*জে*পি নেতার সমর্থনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী কও*মি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলা*ফত মজ*লিস। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে শেষ হয়। এর আগে সমাবেশে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, ভা*র*তে মহা*নবীকে নিয়ে ক*টূক্তি*কারীর ফাঁ*সি চাই। আমাদের ন*বীর ইজ্জতের ওপর অপমান আমরা মেনে নেব না। দ্রুত কটূক্তি*কারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্ম*প্রাণ মুস*লমান কটূক্তির প্রতিবাদ করবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ভার*তের সংখ্যা*লঘু মুসল*মানদের ওপর নির্যাতন সহ্য করে আসছি। আমরা আর ছাড় দেব না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভার*তের অঙ্গ*রাজ্য বানানো ষড়*যন্ত্র করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত