আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মুখে বিভাগীয় কমিশনার মাঠ নির্বাচনি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
করোনা প্রাদুর্ভাবকালীন জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন এবং নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রত্যেক ভোটারের জন্য ট্রেড ইউনিয়ন কর্তৃক প্রদত্ত সদস্য কার্ড প্রদর্শন ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস সাথে নিয়ে নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত