আজ সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র হতে ৩ টি কুমির অবমুক্ত করা হয়।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩টি কুমির সহ মোট ৯০ টি কুমির অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য গত ১৫ নভেম্বর হাড়বাড়িয়া এলাকায় ৩ টি কুমির অবমুক্ত করা হয়েছে।
এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ বিল্লাল হোসেন, যুগ্মসচিব আঃ রাজ্জাক,উপসচিব এ,এস,এম, ফেরদৌস,বন সংরক্ষক মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিতি ছিলেন।