আশুলিয়ার বাইপাইলে গতরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ টি ব্যবসাপ্রতিষ্ঠান। ফায়ারসার্ভিসের ১ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে হঠাৎই আগুন দেখতে পায় তারা, পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে প্রায় ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
হোটেলের চুলা কিংবা বিড়ির আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়িরা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত