চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খোয়ার মোড়ে অবস্থিত তাফহীমুল কুরআন একাডেমিতে ইংরেজি নববর্ষের প্রথমদিন বুধবার বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ড.মিজানুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুর রাকিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা নুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা,আব্দুর রহমান, শিবির নেতা মুক্তারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি খাদেমুল ইসলাম প্রমুখ।পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।