অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ অর্থশুমারী-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকালে বকশীগঞ্জ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলান পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল।এ সময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক শুমারির জোনাল অফিসার মোশারফ হোসেন, রাশেদুজ্জামান মিজু প্রমুখ।
পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে ১ শ ১৫ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নেয়।