এ,এ হাসান ডলার চৌধুরীর নিজস্ব উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় এ,এ হাসান ডলার চৌধুরী পাহাড়পুর গ্রামের হতদরিদ্র মানুষের সেবা প্রদানের লক্ষ্যে পাহাড়পুর সংলগ্ন বিলপটল বিলে এ,এ হাসান ডলার চৌধুরীর নিজ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডলার চৌধুরী নিজে আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম চিকিৎসা প্রদান করেন,
১/ ডাঃ এম, এম, আবু দারদা
২/ ডাঃ সাব্বির খান
৩/ ডাঃ এস এম আল আমরিন সাদিক
৪/ ডাঃ চন্দন কুমার
৫/ ডাঃ সুরাজ ইয়াদব
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ওষুধ বিতরণ করা হয়।