মোঃকামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর সংবাদ
ময়মনসিংহের ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ওই মিটিং অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম শহিদুল হক। মিটিংয়ে বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী, সাংবাদিক এ এইচ নুরুল আমিন, এ কে এম সাদেকুল হক (সাদেক), মাওলানা আজহারুল ইসলাম দুলাল,
এ কে এম মফিদুল হক, মোঃআমিনুল ইসলাম,সাংবাদিক মোঃআব্দুল মান্নান প্রমুখ। সভায় বিদ্যালয়টিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় আশিকুল হক মানিককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে বিদ্যালয়টিকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে আশিক সকলের সার্বিক সহযোগিতা কামনা করলে উপস্থিত সবাই তাকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত